ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৬
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু

ফেনীতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে।এ উপলক্ষে বুধবার সকালে শহরের একাডেমি রোডস্থ ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খন্দকার নুরুন্নবী পিপিএম, বিপিএম। উদ্বোধক ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কামরুল ইসলাম চৌধুরী।

ক্রিকেট উপ-কমিটির আহবায়ক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিবের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) রবিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

ক্রীড়া সংগঠক শরীফুল ইসলাম অপুর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে মাকেন্টাইল ব্যাংক জোনাল ব্রাঞ্চ প্রধান মাহমুদুল করিম, ফেনী শাখার ম্যানেজার মো. শাহাদাত হোসেন, দাগনভূঞা শাখার ম্যানেজার মামুনুর রশীদ, রাজনগর শাখার ম্যানেজার জিয়াউল করিম, মুন্সিরহাট শাখার ম্যানেজার জিয়া উদ্দিন আহমেদ, কোরাইশমুন্সি শাখার ম্যানেজার মনোয়ার হোসেন সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলায় ১০টি দল অংশ গ্রহন করছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় ম্যানচেষ্টার ইউনাইটেড ক্লাব ও ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!