বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত থাকার অভিযোগে বিএনপি নেতা হারুনুর রশিদ রানাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অনলাইন প্রচার লীগের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় সংগঠনটির সভাপতি শাহরিয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহীম, সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ গালিব ও প্রচার সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।



