ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৪৬
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে শেষ হলো দুর্গোৎসব

শহর প্রতিনিধি: ফেনীতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় শহরের দশমী ঘাটে শুক্রবার বিকালে বিসর্জন দেয়া হয়েছে দেবী দুর্গার প্রতিমা। এর মধ্য দিয়ে শেষ হলো সনাতনী হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন হয়েছে।

মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমীর সকল আনুষ্ঠানিকতা ও পূজা অর্চনার পর গতকাল পালিত হয়েছে বিজয়া দশমীর সকল আনুষ্ঠানিকতা। ৫ দিনের বাঁধভাঙ্গা আনন্দের পর ভক্তরা বিজয়া দশমীর দিনে ছিলেন অশ্রুসিক্ত। প্রতিবারের মতো মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান পালন করেছেন।

পুজার আনুষ্ঠানিকতা শেষে শহরের মন্ডপগুলো থেকে বেলা ২.৩০ থেকে প্রতিমা বিসর্জনের জন্য মন্ডপগুলো থেকে প্রতিমা নিয়ে আসা হয় শহরের কালিপাল দশমী ঘাটে। এসময় ঢাক, ঢোল, কাঁসর আর ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠে। প্রতিমা ঘাটে নিয়ে আসার পর ধূপ ধুনো দিয়ে আরতিতে মেতে ওঠেন ভক্তরা। দশমী ঘাটে বিসর্জন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটি ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রিয়রঞ্জন দত্ত। পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাজিব খগেশ দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় এসময় অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপন, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!