ফেনী
বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৯
, ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

ফেনীর আইনশৃঙ্খলা অতিতের চেয়ে স্বাভাবিক-নিজাম হাজারী এমপি 

শহর প্রতিনিধি- ফেনীর আইনশৃঙ্খলা অতিতের চেয়ে স্বাভাবিক। ফলে নারী-পুরুষ ও শিশুরা রাতের বেলায়ও শান্তিতে চলাফেরা করতে পারছে বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
মঙ্গলবার রাতে জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক ভোজে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আমিনুল হক, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম।
সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ। শুভেচ্ছা বক্তব্য দেন বিজ্ঞ আইনজীবী আকরামুজ্জামান ও মীর হোসেন।
অনুষ্টানে যেসব আইনজীবীর ৪০ বছর পূর্ণ হয়েছে তাদেরকে সমিতির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!