ফেনী জেলা অনুর্ধ্ব ১২ বয়সভিত্তিক দলের ক্রিকেটার ও ফেনী জুনিয়র ক্রিকেট একাডেমীর ছাত্র সাজ্জাদ হোসেন পরশ আর নেই। শনিবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চারদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। পরশ ফেনী শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী।শনিবার বিকাল ৫টায় দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সে ওই গ্রামের প্রবাসী গিয়াস উদ্দিনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে পরশ দ্বিতীয়।
তার সতির্থরা জানায়, পরশ অনুর্ধ ১২ কার্নিভাল ক্রিকেট খেলছিল। অপস্পিন করতো পাশাপাশি ব্যাটিং করতো।