ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০০
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীর মিজান ময়দানে ঈদুল আযহার প্রধান জামাত

ফেনীতে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায় মিজান ময়দানে অনুষ্ঠিত হবে।ঈদ জামাতের জন্য ঐতিহাসিক মিজান ময়দান প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে মাঠ জুড়ে সামিয়ানাও টাঙানো হয়েছে।সকাল ৮টায় অনুষ্ঠেয় জামাতে ইমামতি করবেন ফেনী আলীয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা একেএম আতিকুর রহমান।

সুত্র জানিয়েছে, জেলা প্রশাসন ও ফেনী পৌরসভার সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ জামাত আয়োজনে মাঠ উপযোগী করা হয়েছে।মিজান ময়দানে নিশ্চিদ্র নিরাপত্তা তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।একজন এসআই, এএসআই ও কনস্টেবল সহ ৫০ জন পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া শহর ও জেলার বিভিন্ন স্থানে ৩৫টি স্পটে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। পুলিশের পাশাপাশি সিআইডি, এসবি ও ডিবি পুলিশও মাঠে থাকবে।

জেলা প্রশাসন সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, ফেনী জহিরিয়া মসজিদে সকাল সাড়ে ৭টায়, বড় মসজিদে ৭.৪৫ , সার্কিট হাউজ মসজিদে সকাল ৮টা, স্টেশান মসজিদে ও জিয়া একাডেমী মাঠে ৮.১৫মিনিটে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।

পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে মিজান ময়দান সহ শহর ও জেলার গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারি করবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!