শহর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, এক সময় শুনেছিলাম বেগম খালেদার ফেনী জেলা বিএনপির ঘাঁটি। কিন্তু আজকের জনসভা প্রমাণ করে তা আওয়ামীলীগের ঘাঁটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রার কারণে ফেনী আওয়ামীলীগের ঘাঁটিতে রূপান্তরিত হয় বলে তিনি মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, সারাদেশে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিএনপি-জামায়াত জোট বার বার ষড়যন্ত্র ও চক্রান্ত করেছে। যা এখনও অব্যাহত রয়েছে। বিএনপি বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু জনগণ তা প্রত্যাক্ষাণ করবে। জনগন হলো ক্ষমতার উৎস। তারাই আওয়ামীলীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আনবে।
শনিবার বিকালে শহরের ট্রাংক রোডে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।