ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৫১
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শীঘ্রই ফেনী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা:নেতৃত্বের দৌড়ে যারা এগিয়ে

মাঈন উদ্দিন পাটোয়ারী: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সাংগঠনিক পুনর্গঠন শুরু করেছে বিএনপি। সময়সীমা বেঁধে দিয়ে ঢাকা মহানগরসহ বিএনপির সাংগঠনিক জেলা এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনকে প্রয়োজনীয় পুনর্গঠনের নির্দেশনা দিয়েছে দলটির নীতিনির্ধারক ফোরাম।

এর অংশ হিসেবে ৬ জুন কেন্দ্রীয় ছাত্রদল ২৪টি ইউনিট  কমিটি অনুমোদন দেয়।এতে করে ফেনীর ছাত্রদল নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য।কাংখিত পদপ্রার্থীরাও বসে নেই।তারা ঢাকায় অবস্থান করে জোর লবিং চালিয়ে যাচ্ছেন।যে কোন সময়ে ফেনীর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে কেন্দ্রীয় ছাত্রদলের নির্ভরযোগ্য একটি সুত্র নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়,ছাত্রদলের তৎকালীন কেন্দ্রীয় কমিটি ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর ফেনী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে। কমিটিতে সভাপতি পদে নইম উল্যাহ চৌধুরী বরাত, সিনিয়র সহ সভাপতি এসএম কায়সার এলিন ও সাধারণ সম্পাদক পদে সালাহউদ্দিন মামুনের নাম ঘোষণা করা হয়। ওই কমিটি ঘোষণার পর যোগ্য নেতাদের মূল্যায়ন না করার অভিযোগ করে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। এক পর্যায়ে সিনিয়র সহ-সভাপতির পদ থেকে এসএম কায়সার এলিন পদত্যাগ করলে ছাত্রদলে বিরোধ দেখা দেয়। কয়েকদিনের মাথায় তৃণমূল ছাত্রদলের ব্যানারে সম্মেলন করে জেলা ছাত্রদলের আরেকটি পাল্টা কমিটি ঘোষণা দেয় তারা। ওই কমিটিতে মেজবাহ উদ্দিন ভূঞা সভাপতি ও এসএম কায়সার এলিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।বিএনপির সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপির আশীর্বাদ নিয়ে মেজবাহ-এলিন কমিটি পৃথকভাবে ফেনীর রাজপথে কিছু কর্মসূচী পালন করে।এ ছাড়া সদর উপজেলা কমিটি ঘোষণা করে তারা।

এদিকে বরাত-মামুন নেতৃত্বাধীন কমিটি কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে সক্রিয় থাকলেও প্রায় চার বছর নেতৃত্বে থেকে এ কমিটি শুধুমাত্র ফেনী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। বাকী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি, ফেনী পৌরসভা, ফেনী সরকারি কলেজ, ফুলগাজী, ছাগলনাইয়া, সোনাগাজী উপজেলা, সোনাগাজী পৌর ও কলেজ শাখার কমিটি গঠনের উদ্যোগ নিয়েও বাস্তবায়ন করতে পারেনি বরাত-মামুন কমিটি। ফলে দীর্ঘদিন ধরে দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও কর্মসূচিতে সক্রিয় থাকার পরও পদ-পদবি না পাওয়ায় কর্মীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ দেখা দেয়। এক পর্যায়ে বেশ কয়েকজন নেতাও বিদেশে পাড়ি জমায়। এ ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মী বিভিন্ন মামলায় জড়িয়ে নিষ্ক্রিয় হয়ে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া থেকে বিরত ছিল।
এ ছাড়াও বরাত-মামুন কর্তৃক ঘোষিত সদর উপজেলা কমিটিকে ৩ মাসের মধ্যে সকল ইউনিয়নের কমিটি ঘোষণার নির্দেশ দেওয়া হলেও এরা বালিগাঁও, ছনুয়া ও মোটবী ইউনিয়ন কমিটি গঠনে সক্ষম হয়েছে। সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সজিবুল ইসলাম পাটোয়ারী দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয় ও ঢাকায় অবস্থান করায় ফেনী সদরের বাকি ৯ ইউনিয়নে কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে।

এদিকে বৈধতার দিক দিয়ে ছাত্রদলের মূল নেতৃত্বে বরাত-মামুন থাকলেও তারা দ্বিধাবিভক্ত হয়ে পড়ে।ফলে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ও বিভিন্ন ইউনিট কমিটিতে নিজেদের পছন্দের লোককে পদে স্থান দেওয়া নিয়ে বরাত-মামুনের বিরোধে আর কমিটি গঠন হয়নি।

সম্প্রতি নতুন করে কমিটি গঠনের উদ্যোগ নেয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য।

সুত্র জানায়,নতুন কমিটির সভাপতি পদে অন্য কোন প্রার্থী না থাকা ও বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশ গ্রহণের ফলে দলীয় হাইকমান্ড সন্তুষ্ট থাকায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম সালাহ উদ্দিন মামুন অনেকটা নিশ্চিত বলে জানা গেছে।তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুই একজন সভাপতি প্রার্থী হতে পারেন বলে জানায়।
এছাড়া সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মঞ্জুর হোসেন মঞ্জু,জেলা ছাত্রদল নেতা জাকির হোসেন রিয়াদ,সজিবুল ইসলাম পাটোয়ারী,মিল্লাত চৌধুরী,জুয়েল পাটোয়ারী,তৌহিদূল ইসলাম আকাশ,মুর্শেদ আলম,ফখর উদ্দিন সেন্টু,নজরুল ইসলাম দুলাল ও সাইবার ইউজার দলের মজুমদার রশীদসহ বেশ কয়েকজন প্রার্থী বলে তাদের ঘনিষ্ঠজন সুত্র জানায়।তবে বিগত দিনে সরকার বিরোধী কর্মসূচী পালনে রাজপথে সক্রিয় ভূমিকা থাকায় মঞ্জুর হোসেন মঞ্জু,জাকির হোসেন রিয়াদ,তৌহিদুল ইসলাম আকাশ ও মিল্লাত চৌধুরীর মধ্য থেকে একজনকে সাধারণ সম্পাদক করা হতে পারে বলে একটি সুত্রের দাবী।তবে নেতৃত্বের দৌড়ে মঞ্জুর হোসেন ও রিয়াদ পাটোয়ারী এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
অপরদিকে সজিব পাটোয়ারী,তৌহিদুল ইসলাম আকাশ,মুর্শেদ আলম,ফখর উদ্দিন সেন্টুর মধ্য থেকেও যে কেউ সাধারণ সম্পাদক হতে পারেন বলে তাদের ঘনিষ্ঠজনরা দাবী করে।

বিষয়টি নিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মামুন ফেনীর কথা ডটকম’কে জানান,আমাকে সভাপতি নির্বাচিত করুক বা নাই করুক। এরপরেও সবাইকে নিয়ে আগামী দিনে কাজ করে যাব।এ ক্ষেত্রে সকল ভেদাভেদ ভূলে গিয়ে দলীয় স্বার্থে সবাইকে এক কাতারে এসে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!