রোববার বিকালে ফেনী মডেল থানার ওসি পদে মো: আলমগীর হোসেন যোগদান করেছেন। ১৯৯৮ সালে সাব-ইন্সপেক্টর পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন আলমগীর হোসেন। ২০১০ সালে ফেনী মডেল থানায় থাকাকালীন সময়ে ইন্সপেক্টর পদোন্নতি নিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানার ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন। পরে তিনি চট্টগ্রামের পাঁচলাইশ থানা, পতেঙ্গা থানা, বাঁশখালী থানা, মহেশখালী ও কুমিল্লার দাউদকান্দি থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন। আলমগীর হোসেন লক্ষ্মীপুর সদর থানার অধিবাসী।
প্রসঙ্গত: গত ২৩ জুন ফেনী মডেল থানার সাবেক ওসি আবুল কালাম আজাদসহ ৬ পুলিশ পরিদর্শককে বদলী করা হয়।