ছাগলনাইয়া প্রতিনিধি: ছাগলনাইয়া উপজেলার পাঠাননগরে রবিবার রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আলমগীর নামে এক মাদক সম্রাট নিহত হয়েছে। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।
সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত ১টার দিকে পশ্চিম পাঠান নগরে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়লে গুলিবিদ্ধ অবস্থায় আলমগীরকে আটক করে। তাকে চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।এসময় তার আস্থানা থেকে একটি বন্দুক, ৩ রাউন্ড গুলি, ১শ বোতল ফেন্সিডিল ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়।
নিহত আলমগীরের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।সে পশ্চিম ওই গ্রামের মৃত আব্দুস সালাম ভুইয়ার ছেলে। ছাগলনাইয়া থানার ওসি এম মোর্শেদ পিপিএম ববন্দুকযুদ্ধে একজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।



