শহর প্রতিনিধিঃ ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের শ্রমিক লীগ নেতা আলাউদ্দিনকে হত্যার অভিযোগে জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী মানিক হাবিবুল্লাহ মানিক,জেলা যুবদলের সাধারন সম্পাদক নাছির উদ্দিন খোন্দকারসহ বিএনপি,যুবদল ও ছাত্রদলের ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার ফেনী মডেল থানায় বাদী হয়ে আলাউদ্দিনের স্ত্রী বিবি ফাতেমা মামলা দায়ের করেন।
এ ঘটনায় শুক্রবার রাতে মধুয়াই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মামলার ৪ নং আসামী মিজানুর রহমান প্রঃ দরগা মিজান ও উঃ মধুয়াই গ্রামের মৃত দলিলের রহমানের ছেলে ৭ নং আসামী মোঃ হানিফকে গ্রেফতার করে পুলিশ।শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ।
এছাড়া মামলার এজাহারকৃত অপর আসামীরা হলেন, আফছারুল কবির পাটোয়ারী ,কাজী কামরুল, কাজী মেহেদী হাসান সজাগ ,দিদারুল আলম দিদার , নুর নবী , যোবায়ের, আবল কাসেম ,রসুল আমিন ,তাজুল ইসলাম মাওলা।
এর আগে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দক্ষিন মধুয়্যাই গ্রামে শোক দিবসের মাইক বাজানো ও কাঙ্গালী ভোজের কাজ করেন শ্রামিকলীগ নেতা আলাউদ্দিন। এসময় আলাউদ্দিনের স্ত্রী ও ছেলে মেয়েরা শ্বশুর বাড়িতে ছিলেন। বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।বৃহস্পতিবার সকালে ওই গ্রাম থেকে আলাউদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ । নিহত আলাউদ্দিন ওই এলাকার আলী নবাবের ছেলে ।তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করেছে স্বজনরা।