ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:০৫
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ায় রাতের আধারে বালু ভরাট করে সরকারি জায়গা দখল!

স্টাফ রিপোর্টার: ফেনীর ছাগলনাইয়ায় রাতের আধারে বালু ভরাট করে সরকারী জায়গা দখল করে বাস টার্মিনাল তৈরির পায়তারা করছে এক শ্রেণির অসাধু চক্র। ছাগলনাইয়া পৌরসভার এইচএস প্লাজা সংলগ্ন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রায় ১২ শতাংশ জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছে চক্রটি। এ বিষয়ে কিছুই জানেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই স্থানে মোট ২৪ শতাংশ খালি জায়গা রয়েছে। এর ১২ শতাংশের মালিক হলেন স্থানীয় আনিসুল হক, এনামুল হক, শনু সওদাগর ও সালাম মোল্লাসহ কয়েকজন। আর ১২ শতাংশ সরকারী সড়ক ও জনপদ অধিদপ্তরের। কিছুদিন পূর্বে ওই স্থানে বাস টার্মিনাল করার পরিকল্পনা গ্রহণ করে একশ্রেণির অসাধু চক্র। তারা জায়গার মালিক আনিসুল হক, এনামুল হক, শনু সওদাগর ও সালাম মোল্লার কাছ থেকে চুক্তির ভিত্তিতে ১২ শতাংশ জায়গা ভাড়া নেয়। ১ জুলাই থেকে রাতের আধারে সড়ক ও জনপদ অধিদপ্তরের ১২ শতাংশ জায়গা ও ভাড়াকৃত ১২ শতাংশসহ মোট ২৪ শতাংশ জায়গায় বালু ভরাট করে দখল করার পায়তারা করছে চক্রটি। বিষয়টি টের পেলেও চক্রটির বিরুদ্ধে কেউ মুখ খুলছে না।

৩ জুলাই সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ওই জায়গায় একটি টিনের ঘর নির্মাণ করা হয়েছে। ঘরটিতে প্রবেশ করে জায়গা ভরাটের জন্য নিয়োজিত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, ভরাটের চুক্তি অনুযায়ী তারা প্রতি রাত কাজ করার বিনিময়ে ৬শ টাকা করে মুজুরী পায়। রাতের বেলায় ভরাট করতে গিয়ে কয়েকজন স্থানীয়দের কাছ থেকে জানতে পারে যে, জায়গাটির অর্ধেক সরকারী। আর বাকীটা ব্যক্তি মালিকানা। তারা কাজ করার বিনিময়ে মজুরী নিচ্ছেন। জায়গা সরকারী হোক বা ব্যক্তি মালিকানা হোক তা দেখার বিষয় নয় বলে শ্রমিকরা জানান।

আবিদুর রহমান নামের এক স্থানীয় বাসিন্দা জানান, ওই জায়গার ১২ শতাংশ ব্যক্তি মালিকানা রয়েছেন। আর বাকী ১২ শতাংশ সরকারী বলে পরিচিত কিন্তু জায়গাটি কে বা করা দখল করছে এ বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।

আনিসুল হক নামের জায়গার মালিক জানান, ওই জায়গার কিছু অংশ আমাদের ব্যক্তি মালিকানা রয়েছে। তবে বাকী অংশ সড়ক ও জনপদ অধিদপ্তরের। কিন্তু সরকারী জায়গা ভরাট করার বিষয়ে তিনি অবগত নন।

ছাগলনাইয়া পৌরসভার মেয়র মো. মোস্তফা বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে এ প্রতিবেদককে বলেন।

বিষয়টি নিয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীর বক্তব্য জানা যায় নি।
সড়ক ও জনপদ অধিদপ্তর ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসাইন বিষয়টি সম্পর্কে অবগত নন তবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!