ছাগলনাইয়া প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হক চৌধুরী মাহবুবকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে ইউপি কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় ওই দিন দুপুরে ইউপি কার্যালয়ে সভা করছিলেন চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব।এসময় তাকে আটক করা হয়।তাঁর বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি নাশকতা মামলা রয়েছে। বিগত ইউপি নির্বাচনে ফেনী জেলায় এই বিএনপি নেতা চেয়ারম্যান পদে জয় লাভ করেন। ছাগলনাইয়া থানার পরিদর্শক (ওসি) এমএম মুর্শেদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।



