পরশুরাম প্রতিনিধি: শুক্রবার বিকালে পরশুরাম বিলোনীয়া স্থলবন্দরের সাড়ে ৩৭ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেন নৌ-পরিবহণমন্ত্রী শাহাজাহান খান এমপি।
জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার,বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী,সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম,সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড.এম কামরুল আনাম,পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু ও উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, ছাগলনাইয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার নিশান চাকমা প্রমুখ।
এর আগে ২০০৯ সালের ২ নভেম্বর বিলোনীয়াকে স্থলবন্দর হিসেবে ঘোষনা করা হয়।
সূত্র জানায়,শুক্রবার বিলোনিয়া স্থলবন্দর এলাকায় ১০ একর জায়গায় ৩৭ কোটি ৪০ লাখ টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়। উন্নয়ন কাজের মধ্যে ওয়্যার হাউজ, অভ্যন্তরীন রাস্তা, ওপেন স্ট্যাক ইয়ার্ড, পারকিং/ ট্রান্সশীপমেন্ট ইয়ার্ড, ট্রান্সশিপমেন্ট শেড, ভবন নির্মাণ, ড্রেন, টয়লেট কমপ্লেক্স, ওয়েব্রীজ স্কেল, পানি সরবরাহ, বৈদ্যুতিকরন, ওয়াচ টাওয়ার, ফায়ার ফাইটিল সহবেশ কিছু প্রকল্প রয়েছে।