ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৯
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে কবিতা-স্মৃতিচারণে বেলাল চৌধুরীকে স্মরণ

স্টাফ রিপোর্টার:উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক একুশে পদকপ্রাপ্ত ফেনীর আলোকিত সন্তান নন্দিত কবি ও সাংবাদিক বেলাল চৌধুরীকে কবিতা ও স্মৃতিচারণে স্মরণ করা হয়েছে নিজ জেলা শহর ফেনীতে। শনিবার বিকালে দৈনিক ফেনীর সময় লেখক-পাঠক ফোরাম ও আলোকিত ফেনী ফাউন্ডেশন যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও ফেনী সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য সভাপতিত্ব করেন।

31934803_983626211812411_5565897433700892672_o

সভায় বক্তব্য রাখেন কবির ছোট ভাই ও ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ডা. তবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী পোয়েট সোসাইটি ও সুজন সভাপতি কবি মাহবুব আলতমাস, ফেনী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম বেলাল।

31957457_983627328478966_2700828628618313728_o

স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু। জাতীয় কবিতা পরিষদ ফেনী শাখার সভাপতি মুহাম্মদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় কবিকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন কবি মনজুর তাজিম, ওবায়েদ মজুমদার, শিখা সেন গুপ্তা, সাইফুদ্দীন শাহীন, উত্তম কুমার দেবনাথ, শফিউল হক, ফেরদৌস আরা শাহীন, দেলু সরকার, শাহআলম, ফরিদা আক্তার মায়া, নাজিম উদ্দিন, আবদুল ওয়াদুদ, নুরুল হুদা, রেহানা ইয়াছমিন, উম্মে কুলসুম মুন্নি, ফরিদা আখতার মায়া, তাজরিন সুলতানা শারমিন প্রমুখ।

 

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!