ফেনী
শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪২
, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

‘পৃথিবীটা কীভাবে জলদস্যুদের হলো’ বইয়ের পাঠোত্তর আড্ডা

১৯ অক্টোবর’২৪ স্থানীয় একটি মিলনায়তনে ফেনী রিডার্স ফোরামের উদ্যোগে ❝পৃথিবীটা কীভাবে জলদস্যুদের হলো❞ বইয়ের পাঠোত্তর আড্ডার আয়োজন করা হয়। উক্ত আড্ডায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বইটির লেখক মুহাম্মদ ফজলুল হক দাউদ। উক্ত বইয়ে লেখক ইউরোপীয় সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, বিজ্ঞানবাদ, উপনিবেশ-বিউপনিবেশ বিষয়ক আলোচনা তুলে ধরেন।

আড্ডায় আরও আলোচনা করেন কবি ও চিন্তক শাহাদাত মাহমুদ সিদ্দিকী, ফেনী সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মামুনুর রশিদ, বিশিষ্ট গবেষক ও ব্যাংকার ওমর ফারুক, শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষক ইউসুফ মজুমদার। আড্ডায় বইয়ের কন্টেন্টের উপর আলোচনা-সমালোচনায় মুখর ছিলো উপস্থিত পাঠকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি জিয়া মহিলা কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, কবি ও গবেষক মোহাম্মদ সফিউল হক, ব্যাংকার সৈকত ইকবাল, ব্যাংকার অর্ণব মামুন, কামরুল ইসলাম, নুরুল ইসলাম, কবি ও সম্পাদক ফজলুল মল্লিক, নাজিম উদ্দীন সৌরভ, এনামুল হক, স্বাধীন মুরশিদ, নাজিম মোহাম্মদ, আতাহার তানজিদ, মাহবুব বিন সরওয়ার পুলক, সাখাওয়াত প্রমুখ।

ফেনী রিডার্স ফোরাম ২০১৮ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়। প্রতিমাসে ফোরামটি সিলেবাসকৃত বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বইয়ের উপর সার্কেল অধিবেশন পরিচালনা করে থাকে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo