স্টাফ রিপোর্টার : সুরের মূর্ছনা আর নাচে-গানে মাতোয়ারা চারদিক। চারিদিকে দর্শক-শ্রোতাদের বাঁধ ভাঙ্গা উল্লাস। এদের বেশিরভাগই তরুণ। ফেনী ছাড়াও আশপাশের জেলা থেকে তরুণরা ছুটে আসেন নগর বাউলের গান শুনতে। সেই সাথে মেলায় আসা দর্শনার্থীও রয়েছে। সোমবার মহিপাল সরকারি কলেজ মাঠে বৈশাখী মেলার শেষ দিনে অংশ নেন জনপ্রিয় ব্র্যান্ড তারকা জেমস। রাত ৯টায় মঞ্চে উঠে ‘পদ্ম পাতার জল’ দিয়ে শুরু করে একেএকে ১৪টি গান পরিবেশন করেন। প্রতিটি গানের সময়ই হর্ষধ্বনি উড়ছে তরুণদের। এছাড়া বিকাল থেকেই রাজধানীর নাটাই ব্র্যান্ডের শিল্পীরা গান করেন। পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম স্বপন মিয়াজীর তত্ত্বাবধানে জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনসহ বিশিষ্টজনরা মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।