ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৭
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভালোবাসার টানে সারিকা

করোনাভাইরাস সংক্রমণের কারণে অনেকদিন বাসায় অবস্থান করেছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী সারিকা। শুটিংয়ের নিষেধাজ্ঞা ওঠার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করতে পারেননি তিনি। কারণ করোনায় আক্রান্ত হয়েছেন সারিকার বাবা। বাবার অসুস্থতার কারণেই ক্যামেরার সামনে দাঁড়াতে দেরি হয় এই জনপ্রিয় অভিনেত্রীর। অবশ্য এরই মধ্যে ৮টি নাটকের কাজ শেষও করেছেন সারিকা। তিনি বলেন, আমার বাবা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি যতদিন অসুস্থ ছিলেন, ঠিক ততদিনই আমি অন্য কোনো দিকে মনোযোগ দেইনি। বাবা সুস্থ হয়ে বাসায় ফেরার পর কাজ শুরুর সিদ্ধান্ত নিই।

তবে অভিনয়ের প্রস্তাব পাচ্ছি রোজার সময় থেকেই। যেমন এখন সময় স্বল্পতার কারণে একাধিক নাটকের প্রস্তাব ফিরিয়ে দিতে হচ্ছে। অবশ্য করোনাকালে শুটিংয়ে অংশ নেয়ার আরেকটি কারণও বলেছেন সারিকা। দীর্ঘ সময় ধরে পর্দায় উপস্থিতি তার। অনেক নাটক বিজ্ঞাপনে কাজ করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন তিনি। সারিকা মনে করেন তার আজকের এই অবস্থান দর্শকের ভালোবাসার জন্যই। তাই তাদের ভালোবাসার প্রতিদান দিতেই কাজে ফিরেছেন। জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, কাজ করতে তো সবসময়ই ভালো লাগে। অভিনয়ের জন্যই আমাকে সবাই চেনেন, ভালোবাসেন। তাদের ভালোবাসার প্রতিদান দিতেই কাজ করে যাচ্ছি। পুরনো চেনা সবকিছুই এখন নতুন মনে হয়। করোনার কারণে অনেক কিছুরই পরিবর্তন হয়ে গেছে এরই মধ্যে। করোনার কারণে নিয়ম অনুযায়ী শুটিং স্পটে স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছেন সারিকা। প্রতিটি শুটিং স্পটে যেতে সব ধরনের ব্যবস্থা করে যাচ্ছেন তিনি। সারিকা বলেন, আমি যে কয়টি ইউনিটে কাজ করেছি, প্রত্যেকটিতেই স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করেছি। তবে যার যার সুরক্ষা তার তার হাতে। আমি খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় অনেক কিছুই বাসা থেকে নিয়ে যাই শুটিং স্পটে। আসছে ঈদ উপলক্ষে এখন পর্যন্ত ৮টি নাটকে কাজ করেছেন সারিকা। এ অভিনেত্রী জানান, এসব নাটক পরিচালনা করেছেন তপু খান, ফজলুর সেলিম, নঈম ইমতিয়াজ নেয়ামুল, রাকেশ বসু, চয়নিকা চৌধুরী, আওরঙ্গজেব ও সৈয়দ শাকিল।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!