ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৭
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে ভুয়া ডাক্তারের কারাদন্ড

শহর প্রতিনিধি: সোমবার ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে আবুল হাসনাত মো: জাকারিয়া (৩০) ও মোখলেছুর রহমান(৩৬) নামের দুই ভুয়া ডাক্তারের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

সূত্র জানায়, ভুয়া ডাক্তারের দৌরাত্ম্য কমাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা অভিযানে বের হন। এসময় শহরের ট্রাংক রোডের সেন্ট্রাল স্কুলের পাশে আল আহাদ চক্ষু হাসপাতালে হানা দিয়ে প্রতিষ্ঠানের মালিক আবুল হাসনাত মো: জাকারিয়াকে নামের পাশে ডাক্তার ব্যবহার করে প্র্যাকটিস করার সময় আটক করা হয়।এসময় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

পরে শহরের মিজান রোডের মাথায় জুম্মা শপিং সেন্টারের তৃতীয় তলায় হানা দেয় আদালত। এসময় মো: মোখলেছুর রহমানকে ডেন্টিস্ট পরিচয়ে রোগী দেখার সময় আটক করা হয়। তাকেও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

অভিযানকালে সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. রুবাইয়াৎ বিন করিম, স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!