ফেনী
বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২১
, ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

‘ভ্রাম্যমাণ আদালতে ক্ষমতার ব্যবহার উদ্বেগজনক’

 
স্টাফ রিপোর্টার -নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ক্ষমতার ব্যবহার উদ্বেগজনক। বুধবার ভ্রম্যামাণ আদালতের কার্যক্রম অসাংবিধানিক ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানিকালে এ পর্যবেক্ষণ দেন আপিল বিভাগ। এর আগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ লিভ টু আপিলের শুনানি শুরু করেন।

আদালতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। রাষ্ট্রপক্ষে উপস্থিত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এমএস আজিম।
শুনানির ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা বলেন, সাধারণ মানুষের কথা কী বলব, আমার নিজেরই ভয় লাগে।বিনা কারণে কোনো নাগরিক একদিন জেলে রাখাও সংবিধান সমর্থন করে না।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!