ফেনী
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৯
, ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মহিপালে খালেদা জিয়ার গাড়িবহরের পাশে বাসে অগ্নিসংযোগ: বিএনপির ৭ নেতাকর্মীর আগাম জামিন

ঢাকা অফিস-ফেনীর মহিপালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের কাছে বাসে অগ্নিসংযোগের মামলায় ফেনী জেলা বিএনপির সাত নেতাকর্মীকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিনপ্রাপ্তরা হলেন, ফেনী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএ খালেক, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য জসীম উদ্দিন, স্থানীয় ছাত্রদল কর্মী দুলাল, মামুন, ইমন, নাদিম ও জিকু।

সোমবার আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ তা মঞ্জুর করেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সানজিত সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী বশির আহমেদ।

পরে আইনজীবী সানজিত সিদ্দিকী জানান, গত ৩১ অক্টোবর কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে ফেনীর মহিপালে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরের পেছনে বিপরীত দিকের রাস্তায় দুটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ফেনী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা করে পুলিশ।

ওই মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩৫-৪০ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে সাতজন আগাম জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!