শহর প্রতিনিধি : ফেনী শহরের কলেজ রোডের আপ্যায়ন আফরোজ টাওয়ারের সামনে রবিবার গাঁজা বিক্রি করায় সুজন চন্দ্র বসাক নামের এক ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সূত্র জানায়, শহরের আপ্যায়ন আফরোজ টাওয়ার সংলগ্ন দোকানে গাঁজা রেখে বিক্রির খবরে ভ্রাম্যমান আদালত হানা দেয়। উপস্থিতি টের পেয়ে সুজন চন্দ্র বসাক গাঁজা ও টাকা হাতে নিয়ে দৌড় দিলে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক সোহেল রানা তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমানসহ জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।