ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:২০
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

মানবাধিকার কাউন্সিল ফেনী জেলা ছাত্র ইউনিটের সাধারণ সভা

শহর প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) ফেনী জেলা ছাত্র ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ফেনী জজকোর্টের পিপি এডভোকেট হাফেজ আহাম্মদ।

49864977_779272622422979_4298215098729627648_n

বামাকা ফেনী জেলা ছাত্র ইউনিটের সভাপতি মাঈন উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সহ-সভাপতি ও ফেনী জজকোর্টের জিপি এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আরিফ। ছাত্র ইউনিটের সাধারণ সম্পাদক ইমাম হোসেন রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মানবাধিকার কাউন্সিল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অজিৎ বরণ দাস, সহ-সাংঠনিক সম্পাদক ওসমান গণি মিরণ, নির্বাহী পরিষদ সদস্য মো. হারুন অর রশিদ, কেন্দ্রীয় সমন্বয়ক মোতাহের হোসেন তারু, এম এ জিন্নাহ ভূইয়া, ফুলগাজী উপজেলা সভাপতি অনিল বণিক প্রমুখ।

50046924_297696590778546_875114004765212672_n

এ সময় ছাত্র ইউনিটের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!