ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২৩
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলার রায়

আগামী ২৪ অক্টোবর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফী হত্যা মামলার রায় ঘোষনা হবে । সোমবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ রায় ঘোষনার দিন ধার্য করেন।জানা গেছে, বৃহস্পতিবার আসামী পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় গতকাল সোমবার রাষ্ট্র ও আসামী পক্ষ প্রতিউত্তর দেন। উভয় পক্ষের শুনানী শেষে আদালত আগামী ২৪ অক্টোবর রায় ঘোষনার দিন ধার্য করেন।

আসামীদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রত্যাশা করেন ফেনী জজ আদালতের পিপি এডভোকেট হাফেজ আহাম্মদ।বাদি পক্ষের আইনজীবী এম শাহজাহান সাজু মামলার সকল আসামীর মৃত্যুদন্ড প্রত্যাশা করেন। অপরদিকে আসামী পক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন নান্নু ও সিরাজুল ইসলাম মিন্টু অভিযোগ প্রতিমাণিত হয়নি দাবি করে আসামীরা খালাস পাবেন বলে দাবি জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক শাহ্ আলম জানিয়েছেন, এ মামলায় ৯২জন সাক্ষীর মধ্যে বাদি ও তদন্ত কর্মকর্তাসহ ৮৭জন আদালতে সাক্ষ্য দিয়েছে। মামলার চার্জশীটভূক্ত ১৬ আসামীর মধ্যে ১২জন হত্যাকান্ডে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। অভিযুক্ত সকল আসামী কারাগারে রয়েছে।

গত ২৮ মে ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জাকির হোসাইনের আদালতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এসএম সিরাজ উদ-দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে চম্পা/শম্পা (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন (৫৫), মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০) কে আসামী করে ৮০৮ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ৩০ মে বিচারিক হাকিম জাকির হোসাইন অভিযোগপত্রসহ মামলার নথি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে পাঠিয়ে দেন। গত ১০ জুন মামলাটির অভিযোগপত্র আদালতে গ্রহণ হয়। ২০ জুন একই আদালতে আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করে।
গত ২৭ মার্চ মাদরাসার আলিম পরিক্ষার্থী রাফীকে নিজ কক্ষে ঢেকে অধ্যক্ষ সিরাজ উদদৌলার যৌন নিপীড়নের চেষ্টা করে। ৬ এপ্রিল রাফীকে মাদরাসার ছাদে পুড়িয়ে মারার চেষ্টা করে মুখোশধারীরা। ১০ এপ্রিল ঢামেক বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাফী মারা যায়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!