দাগনভুইয়া প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মিলন সিলোনিয়া হাইস্কুলের চতুর্থ বারের ন্যায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
সূত্র জানায়, রবিবার সকালে কমিটির আলোচনা সভায় সদস্য জাহাঙ্গীর আলম এর প্রস্তাবনায় মাধ্যমে সকল সদস্য সমর্থন করেন। সর্বসম্মতিক্রমে মামুনুর রশিদ মিলন সভাপতি নির্বাচিত হন। তিনি বর্তমানে জায়লস্কর হাইস্কুলেরও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মিলন চেয়ারম্যান ৪র্থ বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছে।
প্রসঙ্গত : ফেনী জেলার মধ্যে সর্বোচ্চ উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করায় মামুনুর রশিদ মিলন টানা ৬বার ফেনী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন।



