কথা ডেস্ক : ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিশেষ অবদানের জন্য মহীয়সী নারী মাদার তেরেসা পদক-২০১৮ তে ভূষিত হলেন রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র সভাপতি রোটারিয়ান মিয়া মো: করিমুল হক। রাজধানীর বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে বুধবার অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি শামসুল হদার হাত থেকে তিনি এই পদক গ্রহন করেন। বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির আয়োজনে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। ইতিমধ্যে মিয়া মো: করিমুল হক ২০১৭ সালে ছাগলনাইয়া উপজেলা ও ফেনী জেলার শ্রেষ্ঠ শ্রেনীশিক্ষক (কলেজ পর্যায়) নির্বাচিত হয়েছিলেন।তার এই পদক প্রাপ্তিতে রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব, রোটারেক্ট ক্লাব অব ফেনী অপূর্ব, ইন্টারেক্ট ক্লাব অব ফেনী অপূর্বসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।



