প্রেস বিজ্ঞপ্তি: রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের যুব সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির ঈদ পুনর্মিলনী ও রেগুলার মিটিং শুক্রবার বিকালে শহরের ডক্টরস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার সভাপতি শহীদ পাটোয়ারীর সভাপতিত্বে ও চার্টার সেক্রেটারী মাঈন উদ্দিন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে রোটারী ক্লাব অব ফেনী সিটির সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার জানে আলম ভূঁইয়া পারভেজ, আরসিসি রোটারিয়ান জহির উদ্দিন ভূঁইয়া, রোটারি ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার সেক্রেটারী মহিম উদ্দিন পৃথিবী, রোটারিয়ান আরিফুল হাসান রবিন, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রাক্তন সভাপতি শরীফুল ইসলাম অপু, নজরুল ইসলাম, বর্তমান সভাপতি জিয়া উদ্দিন, সভাপতি ইলেক্ট আবদুস সালাম, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার সভাপতি এস.আলম ভূঁইয়া অপু, সভাপতি ইলেক্ট জামাল উদ্দিন সাবিদ, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সরকারী কলেজের চার্টার সভাপতি সাইফুদ্দিন রাশেদ, বর্তমান সভাপতি নাজমুদ্দিন জিকু, সভাপতি ইলেক্ট ওসমান গনী রাসেলসহ ফেনী জোনের ডিষ্ট্রিক্ট অফিসিয়াল, বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ ও ফেনী সিটি ক্লাবের রোটার্যাক্টবৃন্দ উপস্থিত ছিলেন।