শহর প্রতিনিধি: রোটার্যাক্ট ক্লাব ফেনী অপূর্ব’র ৩য় সনদ রজনী অনুষ্ঠান কেক কাটার মাধ্যমে রবিবার রাতে শহরস্থ মিল্লাত সুপার মার্কেট কনফারেন্স হলে উদযাপন করা হয়।ক্লাবের প্রেসিডেন্ট মৌতারিন আলম জেনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রাক্তন সভাপতি সাইদুল মিল্লাত মুক্তা, সদ্য প্রাক্তন সভাপতি হানিফ মজুমদার মিন্টু, সভাপতি মিয়া মোহাম্মদ করিমুল হক, প্রেসিডেন্ট ইলেক্ট এড. রাশেদ মাজহার, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক ও ক্লাব ডাইরেক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, সেক্রেটারী কামরুল আলম, রোটারী ক্লাব অব ফেনী সিটির সেক্রেটারী মোহাম্মদ আবু নাছির।
এছাড়া রোটার্যাক্ট ক্লাব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট আরাফাত উল মিল্লাত দিপুল, সাবেক এডিআরআর শরিফুল ইসলাম অপু, আরআর খন্দকার তৌহিদুল ইসলাম রানা, জেএস মো. জিয়া উদ্দিন, আরএস নাজমুদ্দিন জিকু, জেডআর এস আলম ভূঁইয়া অপু বক্তব্য রাখেন ।এসময় রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের সভাপতি আবদুস সালাম, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী কলেজের সভাপতি ওসমান গণি রাসেল, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার প্রেসিডেন্ট মু. শহীদুল ইসলাম পাটোয়ারী, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রেসিডেন্ট ইলেক্ট মো. বেলায়েত হোসেন, সহ-সভাপতি আলা উদ্দিন রায়হান, ফরহাদ উদ্দিন পাশা, সেক্রেটারী আবদুল্লা সালাহ উদ্দিনসহ ফেনী অপূর্ব’র সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।