ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৭
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বুধবার ‘একুশে বিজনেস’ লাইভ টকশোতেআসছেন স্টার লাইন গ্রুপের পরিচালক জামাল উদ্দিন

বেসরকারী স্যাটেলাইট চ্যানেল একুশে টিভির জনপ্রিয় লাইভ টকশো ‘একুশে বিজনেস’ এ লাইভে আসছেন ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি ও স্টার লাইন গ্রুপের পরিচালক (অর্থ) জামাল উদ্দিন। আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২ টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে একুশে টেলিভিশন।
একুশে টিভি জানায়, দীর্ঘদিন থেকে দেশের অর্থনীতির নানা দিক নিয়ে বিশ্লেষন করতে একুশে বিজনেস অনুষ্ঠানে অর্থনীতিবীদ, সফল ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অতিথি করা হয়। জনপ্রিয় এ অনুষ্ঠানে প্রতিভাবান উদ্যোক্তা ও স্টারলাইন গ্রুপের পরিচালক জামাল উদ্দিনকে অতিথি করা হয়েছে। এর আগেও তিনি কয়েকবার এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত থেকে বিজনেস লাইভে অংশ নেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!