বিশেষ প্রতিনিধি:কমিটি ঘোষনার ১০ দিনের মাথায় হোঁচট খেয়েছে ফেনী জেলা যুবদল। সিনিয়র সহ-সভাপতি পদ থেকে জনৈক আনোয়ার হোসেন ভূঞা পদত্যাগ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিএনপির ভ্যানগার্ড খ্যাত সংগঠনটি। বিষয়টি জানাজানি হলে কমিটির সভাপতি জাকির হোসেন জসিম দাবী করেন, পদত্যাগকারী আনোয়ার সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নয়।
এরপর দলীয় নেতাকর্মী সহ জনমনে প্রশ্ন উঠেছে এ কোন আনোয়ার। চেনা-জানা নেই এমন কোন আনোয়ার সংগঠনের গুরুত্বপূর্ণ এ পদে আসীন হলেন ?
দলীয় সূত্র জানায়,২১ জুন বৃহস্পতিবার যুবদলের বিক্ষোভ মিছিলে হামলা-পাল্টা হামলার ঘটনায় শুক্রবার ৯০ জনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে পুলিশ।
ওই মামলার ৬নং আসামী রামপুর সওদাগর পাড়া বাসিন্দা মৃত ছৈয়দের রহমানের ছেলে আনোয়ার হোসেন। এ ঘটনার পর নিজেকে জেলা যুবদলের সদ্য ঘোষিত ‘সুপার ফাইভ’ কমিটির সিনিয়র সহ-সভাপতি দাবী করে স্বীয় পদ থেকে পদত্যাগ করেন জেলা ছাত্রদলের একসময়কার এ সাংগঠনিক সম্পাদক। একইসাথে তিনি গত ২০ বছর যাবত রাজনীতিতে সক্রিয় নেই বলেও দাবী করেন। তার পদত্যাগের সংবাদ স্থানীয় দৈনিকে প্রকাশিত হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এর প্রেক্ষিতে জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম জানিয়েছেন, ‘বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার না করার জন্য অনুরোধ করা হল, পদে থাকলেই তো পদত্যাগ! কথিত ব্যাক্তি হলেন আনোয়ার হোসেন সওদাগর, অন্যদিকে যুবদল নেতা হলেন আনোয়ার হোসেন ভূঁইয়া উনি আছেন, থাকবেন।আওয়ামী কিছু এজেন্ট যুবদলের ভাবমূর্তি ক্ষুন্নের জন্য আনোয়ার সওদাগরকে দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নের ব্যর্থ চেষ্টা করছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে কুচক্রী মহলকে ষড়যন্ত্র বাদ দিয়ে সঠিক পথে আসার আহবান রইল।’ হুবহু এ মন্তব্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও করেছেন। তার এ মন্তব্যের পরই কৌতুহল ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট মহলে।
দলের বিভিন্ন সূত্র জানায়, সাবেক নেতাদের মধ্যে পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক বিজয়সিংহ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ভূঞা, একাডেমী এলাকার বাসিন্দা জেলা ছাত্রদলের তৎকালীন সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদীন ভিপির ভায়রার ছেলে আনোয়ার হোসেন ভূঞা এবং সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন ভূঞার যে কেউ সিনিয়র সহ-সভাপতি হতে পারেন। তবে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ অন্য নেতারা এ ব্যপারে মন্তব্য করতে রাজি হননি।
জানতে চাইলে সভাপতি জাকির হোসেন জসিম বলেন, বিরোধী দলে থাকায় সংগঠনের স্বার্থে কৌশলগত কারনে তার পরিচয় গোপন রাখা হয়েছে। সময়মত তাকে প্রকাশ্যে আনা হবে।