ফেনী
সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৩
, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সন্ত্রাস মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে এসপি মনিরুজ্জামানের সর্বোচ্চ পদক্ষেপের ঘোষণা

সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদসহ সকল প্রকার দূর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন ফেনীর নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জাম। মঙ্গলবার বিকালে জেলা পুলিশ প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি এ ঘোষনা দেন। এর আগে ১২ মে ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করে কাজী মনিরুজ্জামান। পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত এ কর্মকর্তা ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রোববার বিকেলে পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার করা হলে তার স্থলাভিষিক্ত হন তিনি।
গত সোমবার দুপুরে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানিয়েছেন, ‘গত নভেম্বরে আমি এসপি হিসেবে পদোন্নতি পেয়েছি। এখন এখানে (ফেনী) এসপি হিসেবে পোস্টিং পেয়ে দায়িত্ব গ্রহণ করেছি। আমি সকলের সহযোগিতা কামনা করছি।
কাজী মনিরুজ্জামান র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্রাইম প্রিহেনসিভ কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেন।
ঝিনাইদহের গোবিনাথপুরে ১৯৭৬ সালের ৩০ জুন কাজী মনিরুজ্জামান জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে হরিনাকুন্ডু পিএনহাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএসএস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ২০০৬ সালে ২১ আগস্ট বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। বিসিএস ২৫ তম ব্যাচের এ কর্মকর্তা সৎ, সাহসী ও জনবান্ধব হিসেবে পরিচিত।

এর আগে সোনাগাজীর শিক্ষার্থী নুসরাত জাহান রাফী হত্যার ঘটনায় ফেনীর সাবেক পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনসহ অন্য পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও গাফিলতির প্রমাণ পায় পুলিশ সদর দফতর থেকে গঠিত তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান ডিআইজি এস এম রুহুল আমিন গত ৩০ এপ্রিল রাতে পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট শাখায় তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন, এসআই (নিরস্ত্র) মো. ইউসুফ ও এসআই (নিরস্ত্র) মো. ইকবাল আহাম্মদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। ফলে থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে অভিযুক্ত এসআই (নিরস্ত্র) মো. ইউসুফকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে এবং এসআই (নিরস্ত্র) মো. ইকবাল আহাম্মদকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সংযুক্ত করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!