ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে শনিবার সকালে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ (কারাবন্দি) এসএম সিরাজ উদ-দৌলাকে সাময়ীক বরখাস্ত করেছে গভর্নিং বডি। রবিবার সকালে জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি পিকেএম এনামুল করিমের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে এ ঘটনায় অংশ নেয়া মুখোশধারী চার সহপাঠীর পরিচয় মিলেনি ও মামলা দায়ের হয়নি বলে পুলিশ সূত্র জানায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফীকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনাসহ সৃষ্ট পরিস্থিতিতে রবিবার সকালে রবিবার সকালে জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি পিকেএম এনামুল করিমের কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এসময় গভর্নিং বডির সহ-ভাপতি ও উপজেলা আওমীলীগের সভাপতি রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সৃষ্ট ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ-দৌলা জড়িত সন্দেহে তাকে সাময়িক বরখাস্ত করে মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা মোঃ হোসাইন আহমদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া ভূক্তভোগী নুসরাতের চিকিৎসায় যাবতীয় খচর বহন করা, ঘটনায় জড়িতদের গ্রেপ্তার – আদালতে সোপর্দ করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান , মাদ্রাসার নিরাপত্তার জন্য দ্রæত ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা, আলিম পরীক্ষা চলাকালীন শ্রেণি কার্যক্রম বন্ধ ও কেন্দ্রের নিরাপত্তা জোরদার করার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ করার সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় অংশ নেয়া মুখোশধারী চার সহপাঠীর পরিচয় মিলেনি ও মামলা দায়ের হয়নি বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
অপর দিকে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় (অতিরিক্ত) ডিআইজি মোঃ আবুল ফয়েজ।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদরাসার ইংরেজি বিষয়ের শিক্ষক ন‚রুল আফছার, আলিম পরীক্ষার্থী আরিফুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যথাযথ তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের আটক ও মুখোশধারীদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে বলে তিনি জানান।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল ফারভেজ জানান, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থাগ্রহণের জন্য কাজ করে যাচ্ছেন। এ ছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
প্রসঙ্গত: ১৭ মার্চ ওই ছাত্রীকে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দৌলাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ছাত্রীর মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।পরে শিক্ষার্থীদের একটি অংশ অধ্যক্ষের মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করে। অন্যদিকে আরেকটি পক্ষ অধ্যক্ষের শাস্তির দাবিতে মানববন্ধন করেন। ৬ এপ্রিল সকালে পরীক্ষার্থীকে মাদ্রাসার ছাদের উপর পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় অধ্যক্ষকে দায়ি করছেন ভূক্তভোগী পরিবার।



