ফেনীর সোনাগাজীতে মনোরঞ্জন দাস (৭০) নামের এক টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সওদাগর হাট ব্রীজের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোরঞ্জন দাস উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের রাখাল ডাক্তার বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।



