ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২৮
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে ডাকাতিকালে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রীর আদালতে জবানবন্দি

ফেনীর সোনাগাজীতে ডাকাতিকালে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী আদালতে ২২ ধারা জবানবন্দি দিয়েছে। শনিবার দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামরুল হাসানের আদালত জবানবন্দি দেন এই ছাত্রী।এর আগে সকালে ফেনী জেনারেল হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাটের বিষ্ণুপুর এলাকায় এক ব্যবসায়ীর ভাড়া বাসায় হানা দিয়ে ডাকাতরা বাড়ির দরজার ছিটকিনি ভেঙ্গে ভেতরে ঢুকে কাপড় দিয়ে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরের আলমিরা ভেঙে নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ প্রয়োজনীয় সামগ্রী লুট করে।ওই সময় ঘরে স্বর্ণালঙ্কার না পেয়ে ডাকাতদের একজন গৃহকর্তার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে পাশের কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় গৃহকর্তা বাঁধা দিতে চাইলে ডাকাতরা তাকে ও তার স্ত্রীকে মারধর করে।এ ঘটনায় শুক্রবার রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে থানায় মামলা করেন।

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ জানান, আদালতে জবানবন্দি ও স্বাস্থ্য পরীক্ষা শেষে ওই মাদ্রাস ছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!