ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৭
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে ডাকাত-পুলিশ সংঘর্ষের মামলায় গাজী মানিকসহ ৮ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

শহর প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে ডাকাত-পুলিশ সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিকসহ ৮ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে শুনানী শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হান্নান এ আদেশ দেন।

সুত্র জানায়, ২০ জুলাই রাত ৩টার দিকে সোনাগাজীতে ডাকাত-পুলিশ সংঘর্ষ হয়।এসময় ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে গ্রেফতার করে। পরদিন সোনাগাজী মডেল থানার এসআই ময়নাল হোসেন বাদী হয়ে গাজী মানিকসহ বিএনপি,যুবদল ও ছাত্রদলের ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৪/১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেয়ার পর বৃহস্পতিবার নিম্ম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন গাজী মানিকসহ ৮ নেতাকর্মী।শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হান্নান জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরনের আদেশ  দেন।গাজী মানিক ছাড়াও অন্য আসামীরা হলেন শামীম হোসেন,সবুজ,আবু ইউসুফ,ইমাম হোসেন,আবু তৈয়ব, একরাম হোসেন ও সোহেল।

এর আগে ২০১৭ সালের ৮ জানুয়ারি শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে দলীয় কর্মসূচীতে গ্রেফতার হন গাজী হাবিব উল্লাহ মানিক।এরপর ক্রমান্বয়ে ৬৫টি মামলায় জামিন পান তিনি।১৬ মাস কারভোগের পর চলতি বছরের ২৩ এপ্রিল মুক্তি লাভ করেন গাজী মানিক।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!