আদালত প্রতিবেদক: ফুলগাজীতে স্কুল ছাত্রী অপহরণ মামলায় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে মঙ্গলবার ১৪ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ১২ জুলাই মায়ের অসুস্থ্যতার কথা বলে প্রতিবেশী মেয়েটিকে স্কুল থেকে ফুঁসলিয়ে নিয়ে যায় ফুলগাজীর উত্তর ধর্মপুর গ্রামের আবদুল লতিফের ছেলে সাইফুল ইসলাম। পরে তাকে ফেনী ও চট্টগ্রামে নিয়ে একটি ঘরে বন্দি করে রাখে। ঘটনার দুইদিন পর অপহৃতার ভাই বাদী হয়ে সাইফুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফুলগাজী থানায় মামলা দায়ের করেন। অপহরনের তিন মাস পর মেয়েটিকে ছাগলনাইয়ার পাঠানগর এলাকায় ফেলে যায় সাইফুল। পরবর্তীতে পুলিশ সাইফুলকে গ্রেফতার করলেও জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারক মামুনুর রশিদ সাইফুলের ১৪ বছরের কারাদন্ড প্রদান করেন। একইসাথে তার ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়।