ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:২৭
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন

ফেনীতে বিনা প্রতদ্বিন্ধতিায় জয়েরপথে ৪ উপজেলা চেয়ারম্যান

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ফেনীর ৬ উপজেলার মধ্যে ৪ টিতে চেয়ারম্যান পদে বিনা প্রতদ্বিন্ধতিায় নির্বাচিত হতে যাচ্ছেন। এরা হলেন সোনাগাজী উপজেলায় কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভুইয়ায় জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও পরশুরামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার।

গত সোমবার সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত জেলার ৬টি উপজেলায় মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১৬ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ১২ জন প্রার্থী জেলা ও উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। তবে সোনাগাজীতে জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভুইয়ায় দিদারুল কবির রতন ও পরশুরামে কামাল উদ্দিন মজুমদার একক ভাবে মনোনয়নপত্র জমা দেয়ায় তারা বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ের পথে রয়েছেন।
এই দিকে ৬ মার্চ মনোনয়ন পত্র যাচাই বাচাই শেষে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হালীম ও এস.এম শহীল্লা মজুমদারের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। ফলে এই উপজেলায় বর্তমান চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলও বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী ফেনীর কথা ডটকমকে জানান, ১৩ মার্চ প্রত্যাহারের শেষদিন ও ১৪ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের নির্ধারিত তারিখে একক প্রার্থীদের বেসরকারি ভাবে নির্বাচিত করা হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!