শহর প্রতিনিধি-
ফেনীতে অবৈধ গ্যাস লাইন উচ্ছেদে স্থানীয় কাউন্সিলর মনির আহম্মদের নেতৃত্বে হামলা হয়েছে।এ ঘটনায় তিনজনকে কারাদন্ড দিয়েছে আদালত।এসময় ১ কি.মি.গ্যাস লাইন উচ্ছেদ করা হয়। সোমবার বিকালে শহরের পশ্চিম রামপুরে এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, ওই এলাকায় প্রায় ৭ কি.মি.লাইনে ১ শ ৪৩ টি রাইজারের মাধ্যমে অবৈধ সংযোগ প্রদান করেছে স্থানীয় কাউন্সিলর মনির আহম্মেদ। প্রতিটি সংযোগ নিতে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয়েছে ৩০ থেকে ৪০ হাজার টাকা।এমন অভিযোগের ভিত্তিতে সোমবার বিকালে ওই এলাকায় মোবাইল কোর্ট অভিযানে নামে জেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।ওয়ার্ড কাউন্সিলর মনির আহম্মদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অভিযানকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে।
এ সময় উচ্ছেদ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে বাখরাবাদ গ্যাস কোম্পানির গাড়ির চালকের উপর হামলা চালিয়ে রাস্তায় অবস্থান নেয়ার চেষ্টা করে হামলাকারীরা।
। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাটালিয়ান আনসার সদস্যদের গুলি বর্ষনের নির্দেশও দেন তিনি।এসময় চার রাউন্ড ফাকা গুলি বর্ষন করা হয়। ঘটনায় জড়িত তিন হামলাকারীকে আটক করে সরকারী কাজে বাধা দেওয়ায় ৩ মাস করে কারাদন্ড প্রদান করেন সোহেল রানা। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপকের মাধ্যমে কাউন্সিলর মনিরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
এরপর আবার শুরু হয় উচ্ছেদ অভিযান।মোট ১ কি.মি. অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন ফেনীর ব্যবস্থাপক মো: আবু সাঈদ সরকার ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।