শহর প্রতিনিধি : ফেনী শহরের এসএসকে সড়কে যানজট নিরসনে অনুমোদনহীন এনা কাউন্টার বন্ধে প্রদক্ষেপ গ্রহণ করতে বিআরটিএ কে নির্দেশ প্রদান করেছেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মনোজ কুমার রায়। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব পিকেএম এনামুল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার উক্য সিং, সিভিল সার্জন ডা.হাসান শাহরিয়ার কবির, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মো: সহিদুর রহমান, র্যাব-৭ ফেনীর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম পিপিএম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সোহেল রানা, মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, ফেনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল, প্রেস ক্লাব একাংশের সাধারণ সম্পাদক দিলদার হোসেন স্বপন, বিআরটিএ ফেনীর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ আয়নুল হুদা চৌধুরী ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
সভায় জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেন, শহরের যানজট নিরসনে গঠিত কমিটি কাজ করে যাচ্ছে। এছাড়া ইসলামপুর রোডে ব্যবসায়ীদের মালামাল উঠানামা করার জন্য রাত ৯ টা থেকে সকাল ৯ টার মধ্যে ট্রাক প্রবেশ করবে। এর ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন তিনি। এছাড়া বক্তাদের আলোচনার প্রেক্ষিতে যানজট নিরসনে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটো রিক্সা, টমটম ও রিক্সা নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। তাহলে অচিরেই যানজট নিরসন করা যাবে। এদিকে মাদক নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, বিজিবি ও জেলা প্রশাসনের মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান চলছে। ফলে প্রধানমন্ত্রী কার্যালয়ের শীর্ষ মাদক ব্যবসায়ীদের কয়েকজন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। মাদকের ব্যপারে কাউকে ছাড় দেয়া হবেনা। আগামি দিনেও অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক ঘোষণা দেন।



