পরশুরাম প্রতিনিধি: পরশুরামে মসজিদের ইমামের কক্ষ থেকে ১শ ৬০টি সাপের বাচ্চা উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার সকালে পরশুরাম পাইলট হাইস্কুল জামে মসজিদের সহকারী ইমাম ইসমাইলের কক্ষ থেকে এসব বাচ্চা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার এশার নামাযের পর কক্ষে প্রবেশ করে কয়েকটি সাপের বাচ্চা দেখতে পেয়ে স্থানীয়দের জানায় ইমাম। পরে বুধবার সকালে মেঝে খুড়ে একে একে ১শ’ ৬০টি সাপের বাচ্চা বের করে স্থানীয়রা। এ সময় উৎসুখ মানুষের ভীড় জমতে থাকে। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।