শহর প্রতিনিধি: ফেনীতে এক হিন্দু পরিবারের ৫ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।এরা হলেন শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা লিঠন চন্দ্র দাস,স্ত্রী স্বরসতি দাস ও তাদের তিন সন্ত্রান।
লিঠন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার গোপালপুর গ্রামের মৃত মনোরঞ্জন চন্দ্র দাসে ছেলে ও তার স্ত্রী স্বরসতি একই গ্রামের সুদাংসু কুমার দাসের কন্যা।
এরা হিন্দু ধর্ম মোতাবেক বিয়ে করে ফেনী শহরের ওই স্থানে বসবাস করে আসছে। বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে তারা সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ইসলাম ধর্ম গ্রহণের পর লিঠন চন্দ্র দাসের নাম রাখা হয় মোঃ আলী ও তার স্ত্রী স্বরসতি দাসের নাম রাখা হয় সুমাইয়া আক্তার।