পরশুরাম প্রতিনিধি: ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদের আগামী ২০১৮-১৯ এর ১ কোটি ৩১লাখ ৭৭ হাজার ১শ ৯২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার এপ্রিল সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু।
মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, জেলা ফ্যাসিলিটর এল. জি. এস প্রকল্প ফেনীর কর্ককর্তা বাবু পিন্টু চন্দ্র দাস, জেলা পরিষদের সদস্য এম শফিকুল হোসেন মহিম, ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের সদস্যবৃন্দ, ব্রাকের জেলা অফিসার হাবিব রহমান, স্থানীয় সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব ফজলুল করিম।
অনুষ্ঠান ইউনিয়নের দুস্থ মহিলাদের ৮জনকে ৮টি সেলাই মেশিন, ৪০০ স্কুল ছাত্র ছাত্রীকে শিক্ষা উপকরন, ৩৮ জনকে রিংকস ল্যাব তুলে দেন অতিথিরা। ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এর অর্থায়ন করেছেন জেলা ফ্যাসিলিটর এল. জি. এস প্রকল্প।