ছাগলনাইয়া প্রতিনিধি: ছাগলনাইয়ায় ১শ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বেলাল হোসেন লিটন(২৪)কে আটক করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ আধারমানিক বাজার থেকে তাকে আটক করা হয়।
সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার এসআই অভিজিৎ দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ওই স্থানে অভিযান পরিচালনা করেন।এসময় মাদকসহ লিটনকে আটক করে।
সে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর গ্রামের আঃ কালামের ছেলে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এম.এম মুর্শেদ পিপিএম লিটনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।