জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) এর দাগনভূঞা উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। আতাতুর্ক মডেল সরকারি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় মাতুভূঞা ইউনিয়ন দল ৩-০ গোলে রাজাপুর ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম ভূঞা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।



