ফেনী
বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:০৬
, ৫ই সফর, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ায় একই পরিবারের ১২ জন অজ্ঞান পার্টির খপ্পরে,সর্বস্ব লুট

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় চেতনানাশক দ্রব্য মেশানো খাইয়ে একই পরিবারের ১২ জনকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।শুক্রবার রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে জনু চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। আক্রান্তরা হলেন- স্বপন (৪৮) সেলিম (৪৫) মিনার (১৬) লাবুবা (১০), লামিয়া(১৪), ছকিনা বেগম (৪৮), মায়া বেগম (৩৭), পিংকি (২৫), তন্নী (২৪), শশা বেগম (৭৫) ফারাবি (সাড়ে ৪ বছর) এবং জারিপ (৫)। তাদের ছাগলনাইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সাংবাদিক পিনু সিকদার জানান, পশ্চিম দেবপুর গ্রামের জয়নাল আবেদিন চৌধুরীর সেমিপাকা ঘরে শুক্রবার রাতের খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে রাখে অজ্ঞাতপরিচয়ে দুর্বৃত্তরা।পরিবারের সদস্যরা রাতে ওই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এই সুযোগে দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালপত্র লুট করে নিয়ে যায়।

শনিবার সকালে ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা দেখতে পান ঘরের সামনের দরজা জানালা বন্ধ থাকলেও পেছনের দরজা খোলা।ভেতরে গিয়ে দেখেন মাথা ফাটা অবস্থায় তিনজন মেঝেতে পড়ে রয়েছেন। অন্যরাও অচেতন অবস্থায় রয়েছেন।

স্থানীয়দের ধারণা, ঘরের মধ্যে আগেই লুকিয়ে ছিল দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা অচেতন হওয়ার পর তারা লুটপাট চালায়।শনিবার সকালে স্থানীয়দের সহায়তায় অচেতন অবস্থায় ১২ জনকে ছাগলনাইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।ছাগলনাইয়া থানার এসআই মনির হোসেন যুগান্তরকে জানান, ভাত কিংবা পানিতে নেশাদ্রব্য মেশানো হয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে।ঘর থেকে কি মালামাল খোয়া গেছে তা এখনো বলা যাচ্ছে না। পরিবারের সদস্যদের জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে। দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!