গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা জানায়, ক্ষুধাজনিত মৃত্যুর মোট সংখ্যা ২০১ জনে দাঁড়িয়েছে। সেখানকার লোকজন তীব্র অনাহার এবং অপুষ্টির শিকার হচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশুরা।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় অবিরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরপর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ওই উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১ হাজার ৩৩০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন আহত হয়েছে।