ইরানের ওপর নতুন আগ্রাসন চালানোর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে তেহরানের একজন শীর্ষ ধর্মীয় নেতা বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র আবার আক্রমণের শিকার হলে তেল আবিব ‘ভুতুড়ে শহরে’ পরিণত হবে। শুক্রবার (১ জুলাই) জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খাতামি এ কথা বলেন।
তিনি ইসরায়েলি নেতাদের সতর্ক করে তেহরানের তিনি বলেন, ‘যদি তোমরা যুদ্ধবিরতি লঙ্ঘন করো অথবা তোমাদের উন্মাদনার পুনরাবৃত্তি করো, তাহলে আমরা ধ্বংসাত্মক অভিযানের মাধ্যমে ইসরায়েলকে চূর্ণ-বিচূর্ণ করে দেব এবং তেল আবিবকে একটি ভুতুড়ে শহরে পরিণত করব।’