ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৬
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পরশুরামে মঞ্চের সামনে চেয়ারে বসা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ,আহত ২০

ফেনীতে মঞ্চের সামনে চেয়ারে বসা নিয়ে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।এতে প্রায় ২০ জন আহত হন।গুরুতর আহত ৫ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয়।

বুধবার বিকালে পরশুরাম জিরো পয়েন্ট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

বিভিন্ন সুত্রে জানা গেছে, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয় পুলিশ ও দলীয় নেতা-কর্মীদের হস্তক্ষেপে আধা ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হয়।

পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব বলেন, মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত।জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পরশুরাম থানার পরিদর্শক (তদন্ত) মাকছুদ আহমদ জানান,অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!