ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:২২
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া মাদ্রাসার সুপার কালামের দাফন

ফেনী সদর উপজেলার ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ফজলুল করিম কালাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।মাওলানা ফজলুল করিম কালাম বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেয়া হলে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে স্ত্রী,তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

শুক্রবার বাদ আসর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদরাসায় মাঠে মাওলানা ফজলুল করিম কালামের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।জানাযাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান,ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মঈন উদ্দিন খন্দকার,ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আফতাব উদ্দিন হাজারী,মরহুমের ছোট ভাই দৈনিক সময়ের আলোর ফেনী জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ফেনীর কথার সম্পাদক-প্রকাশক মাঈন উদ্দিন পাটোয়ারী,ওমরিয়া ফারুকিয়া মাদরাসার শিক্ষক প্রতিনিধি কবির আহম্মদ,ভোরবাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও আলোকিত পশ্চিম গ্রাম সমাজ পরিচালনা কমিটির সভাপতি কামাল পাশা।


এসময় ফেনী সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শিহাব উদ্দিন,ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চু,ফরহাদ নগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মুছা ও সেক্রেটারি কামরুজ্জামান,বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবি আলাউদ্দিন বিন ওয়াদুদ,ফেনী সেন্ট্রাল হাই স্কুলের সিনিয়র শিক্ষক এনামুল হক,ভোরবাজার পরিচালনা কমিটির সভাপতি শামছুল হুদা দুলাল,ফেনী জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আলাউদ্দিন রুমন,ফরহাদ নগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষার্থী,অভিভাভক,সাংবাদিক,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

জানাযায় ইমামতি করেন জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান।জানাযা শেষে তাকে কবরস্থানে দাফন করা হয়।

মাওলানা ফজলুল করিম কালাম ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা শামছুল হকের বড় ছেলে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!