ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের
নৈরাজপুরে প্রবাসী মোশারফ হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটে।এসময় চোরেরদল স্বর্ণসহ প্রায় দশ লক্ষ্য টাকা মূল্যের মালামাল নিয়ে যায়।এঘটনায় কাশেম মেম্বারের বাড়ীর মৃত মকবুল আহাম্মদের স্ত্রী ছকিনা বেগম থানায় অভিযোগ করেন।
সূত্রে জানা যায়, ছকিনা বেগমের ছেলে মোশারফ হোসেন বিয়ে করে কয়েক মাস পূর্বে প্রবাসে চলে যায়।গত ৫ নভেম্বর রাতে চোরের দল বসত ঘরের পিছনে উত্তর দিকে সিধ কাটিয়া ঘরে প্রবেশ করে।এসময় একজন চোর ছকিনা বেগমকে জিম্মি করে রাখে এবং অন্য আরেকজন চোর প্রবাসী মোশাররফ হোসেনের স্ত্রীকে চেতনা নাশক স্প্রের মাধ্যমে অচেতন করে ও ভয়ভীতি প্রদর্শন করে ঘরের আলমিরাতে রক্ষিত ৪ ভরি স্বর্ণ অলংকারসহ প্রায় দশ লক্ষ্য টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়।
ফেনী মডেল থানাধীন বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মিজানুর রহমান জানান,পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য কাজ করছে।



